logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ: ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলে আটক

অনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১০
ছবি: ইন্টারনেট

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে এনে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

আটক ট্রলারটি ‘এফ, বি শুভযাত্রা’ নামে পরিচিত এবং এটি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার রাতে আটক করা হয়। নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ট্রলারটি আটক করে, যেখানে ১৪ জন ভারতীয় জেলে ছিল। তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিলেন। আটক ১৪ জনের সবার বাড়ি ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারটি থেকে ১০ মণ মাছ উদ্ধার করা হয়, যার মধ্যে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। উদ্ধারকৃত মাছ মোংলা ফেরিঘাটে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে এবং বিক্রির টাকা সরকারের রাজস্বে জমা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আটক জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এটি ভারতীয় ট্রলারটির বিরুদ্ধে নৌবাহিনীর তৃতীয় অভিযান, যেখানে গত ১৪ জুলাই ও ৩ আগস্ট ভারতীয় ট্রলার আটক করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12