logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

এক লাফে ৭ হাজার টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার

অনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৫, ০০:৩৪
ছবি: সংগৃহীত

আবারও বাড়লো স্বর্ণের দাম। একলাফে ভরিপ্রতি বেড়েছে প্রায় ৭ হাজার টাকা। এখন প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার টাকা।
বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। জানানো হয়, তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বাড়ায় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই কার্যকর হবে ।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৯ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

একই সঙ্গে রুপার দামও বেড়েছে। ভালো মানের এক ভরি রুপা এখন বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়, যা আগে ছিল ৪ হাজার ৬৫৪ টাকা।

নতুন তালিকা অনুযায়ী,
২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা
১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়

এর আগে বুধবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়। চলতি সপ্তাহে এ নিয়ে চতুর্থবারের মতো দাম বাড়াল বাজুস।
মাত্র ২৬ মাস আগে স্বর্ণের ভরি ছিল ১ লাখ টাকা। এরপর থেকে ধীরে ধীরে বেড়ে তা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12