টাঙ্গাইলের সাবেক এমপি ছানোয়ারসহ গ্রেফতার ৩
ঢাকার ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) এবং ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক (৫৮)। তাদের গ্রেফতার করা হয় শনিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলার শিকার হন। এই ঘটনায় মিঠুন ফকির বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে সাবেক এমপি ছানোয়ার হোসেন, মো. আবু মুসা আনসারী ও সালাউদ্দিন সালেককে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে এবং তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন






