ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ দলের ৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে ঠিক কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
রাকসু নির্বাচন শান্তিপূর্ণ, প্রয়োজন হলে সেনাবাহিনী আসবে: পুলিশ কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো রয়েছে, কোথাও কোনো শঙ্কা নেই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার জানান, রাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার ৩০০ জন পুলিশ সদস্য, পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। আমি নিজে ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখেছি, কোথাও কোনো সমস্যা পাইনি।” তিনি আরও বলেন, “সেনাবাহিনী সরাসরি নির্বাচনে থাকবে না। তবে প্রয়োজনে আহ্বান জানালে তারা আসবে।”
পুলিশ কমিশনার জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। “চেষ্টা করলেও পারবে না, পুলিশ প্রস্তুত আছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, বিনোদনপুর বাজার এলাকায় দুটি রাজনৈতিক দলের তাঁবু টানানো হয়েছিল, সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিয়েছে।
কমিশনার বলেন, “সব প্রার্থীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। যদি তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, তাহলে কোনো সমস্যা হবে না।”
তিনি জানান, নির্বাচনের আগের দিন বুধবার থেকে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা বলবৎ রয়েছে, যা শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।
রাকসু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন