logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু,

অনলাইন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০২
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে নতুন কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। প্রথম পর্যায়ে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে মোট ২১টি কম্পানির ২,৬১০টি বাস চলাচল করবে, এবং সব বাসের রঙ গোলাপী করা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নতুন পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন। তিনি জানান, এই পদক্ষেপের মাধ্যমে যাত্রী সেবা মান উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানোর উদ্দেশ্য নেওয়া হয়েছে। তবে, ভাড়া ব্যবস্থায় কোনো পরিবর্তন ঘটবে না। শিক্ষার্থীরা পূর্বের মতোই হাফ ভাড়ায় যাতায়াত করবেন।

নতুন পদ্ধতিতে কন্ট্রাক্ট সিস্টেমে কোনো বাস চলাচল করবে না। যাত্রীরা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনে বাসে উঠবেন, এবং বাস স্টপেজ ছাড়া কোথাও দাঁড়াবে না। যাত্রীদের ওঠানামাও নির্দিষ্ট স্থান থেকেই হবে। কাউন্টার সিস্টেমে কোনো অভিযোগ থাকলে তা অভিযোগ নাম্বারে জানানো যাবে, বলে জানান সাইফুল আলম।

এই পদ্ধতি পর্যায়ক্রমে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও চালু হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উদ্বোধনী অনুষ্ঠানে জানান, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, "শুধু চালক ও মালিকদের নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।"

এ সময় ডিএমপি কমিশনার চালকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষকে আহ্বান জানান।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৩ হাজার ৪৩৬ কোটি টাকা
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ
জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না 
12