শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী সতীশ শাহ আর নেই। শনিবার দুপুরে কিডনি বিকলের জটিলতায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের জন্য বিশেষভাবে পরিচিত এই অভিনেতা বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। শনিবার সকালে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক অশোক পন্ডিত। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে, আমাদের প্রিয় বন্ধু ও অসাধারণ অভিনেতা সতীশ শাহ আজ দুপুর আড়াইটার দিকে কিডনি বিকলে মারা গেছেন।”
পরিচালক আরও জানান, আজই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। সতীশ শাহের আকস্মিক প্রয়াণে বলিউডজুড়ে নেমেছে শোকের ছায়া।
মন্তব্য করুন
৩


