logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ইতালিতে ক্যাথলিক পুরোহিতদের হাতে যৌন নির্যাতনের শিকার ৪৪০০ জন

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৫, ১৬:২০

ইতালিতে গত পাঁচ বছরে ক্যাথলিক পুরোহিতদের হাতে অন্তত চার হাজার চারশ জন যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন রেতে এল আবুজো শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ফ্রান্সেস্কো জানার্দি জানান, ভুক্তভোগীদের সাক্ষ্য, বিচার বিভাগীয় তথ্য এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তবে নির্যাতনের সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ করা হয়নি।

রিপোর্টে বলা হয়, সংগঠনটি মোট এক হাজার ২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে এক হাজার ১০৬টি ঘটনায় অভিযুক্ত ছিলেন ক্যাথলিক পুরোহিতরা। বাকি ঘটনাগুলোর সঙ্গে যুক্ত ছিলেন সন্ন্যাসিনী, ধর্মীয় শিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা।

মোট ভুক্তভোগীর সংখ্যা চার হাজার ৬২৫ জন। তাদের মধ্যে চার হাজার ৩৯৫ জনের নির্যাতনকারী ছিলেন ক্যাথলিক পুরোহিত। প্রায় সব ভুক্তভোগীর বয়স ছিল ১৮ বছরের নিচে, আর অধিকাংশই পুরুষ।

সংগঠনের তথ্যমতে, অভিযুক্ত এক হাজার ১০৬ জন পুরোহিতের মধ্যে মাত্র ৭৬ জনের বিরুদ্ধে চার্চ আদালতে বিচার হয়েছে। ১৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সাতজনকে অন্য গির্জায় স্থানান্তর, এবং ১৮ জনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা তারা নিজে থেকেই পদত্যাগ করেছেন। এছাড়া পাঁচজন অভিযুক্ত আত্মহত্যা করেছেন।

এই ঘটনায় ইতালির বিশপ সম্মেলন (সিইআই) কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন সিইআই-এর নিষ্ক্রিয়তার সমালোচনা করে জানিয়েছিল, ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি শিশু সুরক্ষা সম্পর্কিত প্রশ্নাবলির উত্তর দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, চলতি সপ্তাহে প্রথমবারের মতো নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পোপ লিও। তিনি নতুন বিশপদের নির্দেশ দিয়েছেন যেন অভিযোগ গোপন না রাখা হয়।

বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরেই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। প্রয়াত পোপ ফ্রান্সিস তার ১২ বছরের দায়িত্বকালে এই অপরাধ দমনকে অগ্রাধিকার দিয়েছিলেন, যদিও ফলাফল এখনো মিশ্রই রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালিকে বিশ্বকাপে তুলতে না পারলে দেশ ছাড়বেন কোচ
ইতালির উদিন শহরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষ
ইতালিতে প্রকাশ্যে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব
12