logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

হত্যার বিচার ও ন্যায্য মুজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

খালিদ আবিদ

  ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩২
খালিদ আবিদ

রাজধানীর পল্টন মোরে আজ সকাল থেকেই ভিড় জমায় বিভিন্ন এলাকা থেকে আগত পোশাকশ্রমিকরা। হাতে ব্যানার–প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক হত্যা রুখে দাঁড়াও”
শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স – বাংলাদেশ কমিটি।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গার্মেন্টস খাত অর্থনীতির প্রাণ হলেও এর চালিকাশক্তি শ্রমিকরা আজও নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত। কারখানায় বারবার দুর্ঘটনা ও শ্রমিক হত্যার ঘটনায় দায়ীদের বিচারের মুখোমুখি করা হচ্ছে না, যা অন্যায়ের সংস্কৃতি তৈরি করছে।

শ্রমিকদের দাবি সমূহ—

  • শ্রমিক হত্যাকারী মালিক ও দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা।

  • হতাহত শ্রমিক ও তাদের পরিবারের জন্য আইএলও কনভেনশন ১২১ অনুসারে ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পাওনা পরিশোধ ও পুনর্বাসন নিশ্চিত করা।

  • অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মস্থল ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সর্বোপরি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন।

বক্তারা বলেন, “বাংলাদেশের শ্রমিকরা বিশ্ব পোশাকশিল্পে অমূল্য অবদান রাখছেন, কিন্তু তাদের জীবন এখনও ঝুঁকিপূর্ণ। শ্রমিক হত্যা রোধ, ন্যায্য মজুরি নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করলে টেকসই শিল্প গড়ে তোলা সম্ভব নয়।”

সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রম উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এতে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভে নারী ও পুরুষ শ্রমিক, শ্রম অধিকার কর্মী, ট্রেড ইউনিয়ন নেতা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, শ্রমিকদের ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি— ঐক্যবদ্ধ হলে অধিকার আদায় নিশ্চিত করা সম্ভব।

উল্লেখ্য, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স AFWA ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার শ্রমিক নেতৃত্বাধীন একটি বৈশ্বিক শ্রম ও সামাজিক জোট, যা বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কার মতো পোশাক উৎপাদনকারী দেশ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভোক্তা অঞ্চলে দারিদ্র্যসীমার নিচের মজুরি, লিঙ্গ বৈষম্য ও সংগঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো মোকাবিলায় কাজ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12