গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ প্রায় শেষ: মিশরের পররাষ্ট্রমন্ত্রী

গাজা শান্তি চুক্তি বাস্তবায়নের প্রথম ধাপ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আতি। শুক্রবার (১৭ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমরা এখন প্রথম ধাপ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাই বর্তমানে মীমাংসার একমাত্র কার্যকর উপায়। এই পরিকল্পনাকে সফল করতে আমাদের সকলে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “উভয় পক্ষের—হামাস ও ইসরায়েলের—বিশ্বাসযোগ্যতা ও সদিচ্ছা নিয়ে চুক্তি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে, যা সঠিকভাবে পালন করতে হবে।”
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে ট্রাম্পের উদ্যোগে গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে ২০ দফা বিশিষ্ট এক ‘ব্যাপক শান্তি পরিকল্পনা’ প্রকাশ করা হয়। পরিকল্পনায় ফিলিস্তিনি অঞ্চলে একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ মোতায়েনের প্রস্তাব রয়েছে।
এর পর, গত সোমবার মিশরে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি বন্দীদের মুক্তি বিষয়ে আলোচনা হয়। ওই সম্মেলনে ট্রাম্প, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিরা একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।
মন্তব্য করুন