logo
  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ত্রিপুরায় তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা

ঢাকার উদ্বেগ, আন্তর্জাতিক সীমান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান দিল্লির

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৬
জাগতিক

ত্রিপুরার একটি গ্রামে তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। এর পরিপ্রেক্ষিতে ভারতের নয়াদিল্লি গতকাল (১৭ অক্টোবর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে আন্তর্জাতিক সীমান্তের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

১৫ অক্টোবর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিদ্যাবিল গ্রামে এই ঘটনা ঘটে। দ্য ডেকান হেরাল্ড–এর প্রতিবেদনে বলা হয়েছে, তিন বাংলাদেশি নাগরিক ভারতের ভেতরে প্রবেশ করে গবাদি পশু চুরির চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা তাদের আটকে দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এক ভারতীয় গ্রামবাসী নিহত হন। পরবর্তীতে অন্য গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধে নামেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে পৌঁছে দুই বাংলাদেশিকে মৃত অবস্থায় এবং এক জনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে আহত ব্যক্তি হাসপাতালে মারা যান। পরে তিনজনের মরদেহ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ এই হত্যাকাণ্ডকে “অগ্রহণযোগ্য ও নৃশংস” বলে নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন।

ঢাকা জানিয়েছে, জাতীয়তা যাই হোক না কেন, প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব—বিশেষত সীমান্ত এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা জরুরি।

অন্তর্বর্তী সরকার ঘটনাটিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের কাছে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অমানবিক ঘটনা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।

নয়াদিল্লি জানিয়েছে, নিহত ভারতীয় গ্রামবাসী ও তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশকে আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা এবং সীমান্ত অপরাধ ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত বেড়াজাল নির্মাণে সহায়তা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12