মীনা কুমারীর ভূমিকায় কিয়ারা আদভানি
বলিউডে বহুদিন ধরেই চলছে জল্পনা—‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর চরিত্রে কে অভিনয় করবেন? একসময় শোনা গিয়েছিল কৃতি শ্যানন, তৃপ্তি দিমরি বা কিয়ারা আদভানির নামও। অবশেষে সেই রহস্যের অবসান ঘটল।
সংবাদমাধ্যম মিড–ডে জানিয়েছে, পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার নতুন ছবি ‘কামাল অউর মীনা’–তে মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ছবিটির জন্য মীনা কুমারীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি মিলেছে।
‘পাকিজা’খ্যাত পরিচালক কামাল আমরোহির সঙ্গে মীনা কুমারীর বাস্তব জীবনের প্রেম ও বেদনাবিধুর সম্পর্কই হবে এই বায়োপিকের কেন্দ্রবিন্দু। দুজনের পরিচয় সিনেমার সেটেই, পরে গোপনে বিয়ে করেন তারা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সম্পর্ক ভেঙে যায়, রেখে যায় এক হৃদয়বিদারক গল্প।
জানা গেছে, আমরোহি পরিবারই এই বায়োপিকের উদ্যোগ নিয়েছে। বিশাল বাজেট ও চমকপ্রদ নির্মাণ পরিকল্পনায় তৈরি হচ্ছে কামাল অউর মীনা, যা বলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ বায়োপিক হিসেবে দেখা হবে বলে মনে করছেন প্রযোজকরা। তাঁদের বিশ্বাস, মীনা কুমারীর চরিত্রের আবেগ, গভীরতা ও রাজসিক সৌন্দর্য ফুটিয়ে তোলার সক্ষমতা কিয়ারার মধ্যেই আছে।
এটি হবে কিয়ারা আদভানির প্রথম বায়োপিক। মা হওয়ার পর এই চলচ্চিত্র দিয়েই বড় পর্দায় ফিরবেন তিনি। চরিত্রের জন্য কিয়ারাকে উর্দু শিখতে হচ্ছে, যাতে সংলাপ ও উচ্চারণে মীনা কুমারীর সৌন্দর্য ফুটে ওঠে। আগামী বছরের প্রথমার্ধে শুটিং শুরু হবে, আর ২০২৬ সালে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মীনা কুমারীর জীবনের বেদনা, প্রেম, অপমান, নিঃসঙ্গতা ও যন্ত্রণায় গাঁথা এই চরিত্র কিয়ারার ক্যারিয়ারে একটি বড় মোড় হয়ে উঠতে পারে। সঠিকভাবে চরিত্রের নির্মল বিষণ্ণতা প্রকাশ করতে পারলে, কিয়ারা হতে পারেন বলিউডের “নতুন ট্র্যাজেডি কুইন”।
মন্তব্য করুন





