logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:১৮

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সবাই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। তারা হলেন—ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম (৩৫), তার মা ও শাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪) এবং শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এনামুল হক পাটোয়ারী (৪৫), তার ছোট কন্যা ও এক শ্যালক। প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী একটি মাইক্রোবাস হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় সাত বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
১ নভেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন, ইনানী থেকে জাহাজ চলবে না
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
অস্ত্র আইনে ক্যাসিনোকাণ্ডের সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
12