logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:২৯
ছবিঃ সংগৃহীত

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার (৪ নভেম্বর) একটি মতবিনিময় সভার আয়োজন করে।

বুধবার (৫ নভেম্বর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নির্বাচন কমিশনের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান।

সভায় বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আগত ৬ সদস্যের টেকনিক্যাল টিমের প্রধান উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর এনআইডি নিবন্ধন প্রক্রিয়ার ধাপ, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। উপস্থিত প্রবাসীরা নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে মতামত ও পরামর্শ দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অপরিহার্য দলিল, যা নাগরিক শনাক্তকরণ ও ভোটার নিবন্ধনসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মালদ্বীপে অবস্থানরত যেসব প্রবাসীর এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি, তাদের নিবন্ধনের আহ্বান জানানো হয়।

পরে অনুষ্ঠানে কিছু প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি মো. নাজমুল ইসলাম বলেন, নাগরিক অধিকার ও পরিচয়ের প্রথম ধাপ হলো জাতীয় পরিচয়পত্র। এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন এবং আগামীর জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতেও এটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সবাইকে এনআইডি নিবন্ধন কার্যক্রম প্রচারের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সিম, এনআইডিতে ১০টির বেশি থাকলে ব্যবস্থা নেবে অপারেটর
আজ থেকে এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সক্রিয় সিম, বাড়তি সিম বন্ধ করবে অপারেটররা
ছেলেসহ টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক
বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
12