logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন আর্সেনালের তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৪৮
ছবি: ইন্টারনেট

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন আর্সেনালের তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান। তিনি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সে মাঠে নামার নতুন রেকর্ড গড়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে আর্সেনালের ৩-০ জয়ী ম্যাচে ৭২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ডাউম্যান। ১৫ বছর ৩০৮ দিন বয়সে এই ইংলিশ তরুণ গড়েছেন ইতিহাস, ভেঙে দিয়েছেন পূর্বে থাকা রেকর্ড। ২০২০ সালে জার্মান স্ট্রাইকার মুকোকো ১৬ বছর ১৮ দিন বয়সে

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলেছিলেন, আর ডাউম্যান এখন তার থেকে আরও একধাপ এগিয়ে।

ডাউম্যানের নামের পাশে আরও একটি রেকর্ড আগে থেকেই রয়েছে। গত ২৯ অক্টোবর লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে আর্সেনালের সবচেয়ে কম বয়সী শুরুর একাদশে খেলার কীর্তি তিনি গড়েছিলেন।

এদিকে, স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে আর্সেনালের জোড়া গোল করেছেন মারিনো এবং একটি গোল করেছেন সাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12