রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের দুই সদস্যের কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যেই এই কমিটি গঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গঠিত কমিটির সদস্যরা হলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই দুই সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অংশ নেবেন এবং নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নেবেন।
মন্তব্য করুন





