logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

অভিযোগের জবাবে মুখ খুললেন নিগার সুলতানা জ্যোতি

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৫৯
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সম্প্রতি গুরুতর অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাৎক্ষণিকভাবে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন অধিনায়ক জ্যোতি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোনো নাম উল্লেখ না করেই জ্যোতি লিখেছেন, “কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না, কিছু বলার নাই- এমন! দলটা আমাদের সবার। এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!”

দলের বাইরে থাকা কিছু সিনিয়র ক্রিকেটার ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন বক্তব্য দিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। জ্যোতির ভাষায়, “আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন। যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, তখনই সেই দলটার প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে—সেখানকার মানুষ, পরিবেশ—সব কিছু!”

অধিনায়ক আরও বলেন, যারা এখনো দলের পাশে রয়েছেন এবং বিশ্বাস রাখছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। “শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনায় আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি,” যোগ করেন জ্যোতি।

এর আগে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছিল, নিগার সুলতানা জ্যোতি, টিম ম্যানেজমেন্ট বা অন্য সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ “ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।” বোর্ডের মতে, এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে এমন সময়ে যখন নারী দল আন্তর্জাতিক ক্রিকেটে অগ্রগতি ও একতা প্রদর্শন করছে।

সম্প্রতি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল। তবে টুর্নামেন্টে খুব বেশি সাফল্য পায়নি তারা—৭ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া কে এই রুবাবা দৌলা?
শেষ হচ্ছে গামিনি ডি সিলভার সঙ্গে বিসিবির দীর্ঘ সম্পর্ক
ব্যর্থ বিশ্বকাপ শেষে আত্মসমালোচনায় জ্যোতি, আশাবাদী ভবিষ্যৎ নিয়ে
বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি
12