এশিয়া কাপে আচরণবিধি ভাঙায় ভারত-পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের শাস্তি
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার ফোর ও ফাইনাল ম্যাচে অশোভন আচরণের কারণে তাকে চার ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারবেন না।
এশিয়া কাপ শেষ হলেও ভারত-পাকিস্তান দ্বৈরথের উত্তাপ এখনও ছড়াচ্ছে মাঠের বাইরে। আসরজুড়ে মাঠে ও মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আইসিসি কঠোর ব্যবস্থা নিয়েছে দুই দেশের একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে।
সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে তিন ম্যাচেই উত্তেজনা ছড়ায়। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, মাঠে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হারিস রউফ ও ভারতের অভিষেক শর্মা। এই আচরণের জন্য দুজনকেই আইসিসির আচরণবিধির ২.২১ ধারা অনুযায়ী দুটি করে ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
সুপার ফোরে পাকিস্তানের পক্ষে অর্ধশতক করা সাহিবজাদা ফারহানের উদযাপন নিয়েও বিতর্ক দেখা দেয়। ওই ম্যাচে ভারতীয় পেসার আর্শদীপ সিংহের বিরুদ্ধেও অভিযোগ ওঠে, যদিও তদন্তে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। ফারহানকে দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট ও সতর্কবার্তা।
২৮ সেপ্টেম্বরের ফাইনাল ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ অশোভন আচরণ স্বীকার করায় তাকে এক ডিমেরিট পয়েন্ট ও সতর্কবার্তা দেয় আইসিসি। তবে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন হারিস রউফ। ফাইনালে ভারতীয় দর্শকদের উদ্দেশে তার অশালীন অঙ্গভঙ্গি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যা আইসিসি ‘গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচনা করে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট পেলে স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। ফলে রউফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না।
মন্তব্য করুন





