এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জুলাই আন্দোলন: ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলাই আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম জানান, তাদের দল এককভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন, যেমন খালেদা জিয়ার ক্ষেত্রে, সেখানে সম্মানবশত আমরা প্রার্থী না-ও দিতে পারি।”
তিনি আরও জানান, এবার সর্বাধিক আসনে তারা ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রার্থী দেবে। নাহিদ ইসলাম বলেন, “আমরা দেশের প্রচলিত নির্বাচনী সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই, যেখানে অর্থবিত্ত ও প্রভাবের ওপর নির্ভর করে প্রার্থী নির্বাচন হয়। বরং আমরা চাই সাধারণ মানুষ, খেটে খাওয়া কর্মজীবী, শিক্ষক, ইমাম কিংবা সামাজিকভাবে গ্রহণযোগ্য নেতারা জনপ্রতিনিধি হিসেবে উঠে আসুন।”
রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য জোট প্রসঙ্গে তিনি বলেন, “সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকেই হতে পারে। যদি জুলাই সনদের সংস্কারের দাবির সঙ্গে কোনো দল একমত বা সংহতি প্রকাশ করে, তবে জোটের বিষয়টি আমরা বিবেচনা করব। আপাতত আমরা এককভাবেই এগোচ্ছি।”
নাহিদ ইসলাম আরও জানান, এ মাসের ১৫ তারিখের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
মন্তব্য করুন





