নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল
আগামী বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে দলটি ইসি কার্যালয়ে যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
জানতে চাইলে ড. হামিদুর রহমান আযাদ বলেন, “এটি সিডিউল সাক্ষাৎ। বেশ কিছু বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর অবস্থান নির্বাচন কমিশনের সামনে উপস্থাপন করা হবে।” তিনি আরও জানান, সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সামনে ব্রিফ করবেন।
দলের পক্ষ থেকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক অবস্থান সংক্রান্ত কিছু বিষয় এ আলোচনায় থাকতে পারে।
মন্তব্য করুন
১২
১৯




