logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভাইয়ের বিরোধে সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:১১
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের

স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে মো. সাত্তার ও মো. এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদ তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। ওই বিক্রির টাকা নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে গ্রামের সালিস বসানো হলেও কোনো সমাধান হয়নি। রাতের পর থেকেই উভয় পক্ষের সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়ে এবং বুধবার ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12