‘ভুল ভুলাইয়া ৪’-এ মঞ্জুলিকা হচ্ছেন অনন্যা পান্ডে
বলিউডের জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘ভুল ভুলাইয়া’। এই সিরিজের তিনটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এবার আসতে চলেছে চতুর্থ পর্ব—‘ভুল ভুলাইয়া ৪’। গুঞ্জন রয়েছে, এবার ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যেতে পারে অনন্যা পান্ডেকে।
তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারণ নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অনন্যার নামটি উঠে এসেছে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর এক মজার কথোপকথনের সূত্রে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা পান্ডে উদযাপন করেছেন তাঁর ২৭তম জন্মদিন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই পার্টিতে ছিলেন সুহানা খান, অহন পান্ডে এবং অনন্যার মা ভাবনা পান্ডে। জন্মদিনের আনন্দঘন মুহূর্তগুলোর ছবি অনন্যা ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।
এই উপলক্ষে বহু তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, যার মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। তিনি অনন্যার সঙ্গে একটি মজার ভিডিও পোস্ট করেন, যেখানে অনন্যা মজার ছলে বলেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’র চরিত্রে অভিনয় করবেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে “সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী” বলে উল্লেখ করেন।
যদিও অনন্যার এই বক্তব্য ছিল নিছকই রসিকতা, তবুও তা ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল জাগিয়েছে। অনেকেই আশা করছেন, ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই জুটি আবার বড়পর্দায় একসঙ্গে ফিরবে।
এদিকে অনন্যা সম্প্রতি জানিয়েছেন, তিনি আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ দ্য ব্যা**ডস অব বলিউড*-এর পরবর্তী সিজনে অভিনয় করতে চান। এখন দেখার বিষয়, আরিয়ান তাঁর সিরিজের দ্বিতীয় মৌসুমে অনন্যাকে অভিনয়ের সুযোগ দেন কিনা।
মন্তব্য করুন





