logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ২২ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৩৭
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কাজ চলবে। ১২ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর। যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর, আর ২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা।

প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ২৪ থেকে ২৬ নভেম্বর। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হবে। এরপর ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪, ৭ ও ৮ ডিসেম্বর, এবং ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর, এবং সেদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে ৩০ অক্টোবর রাতে প্রকাশিত হয় জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি, যেখানে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। নির্বাচনের তারিখ ও আচরণবিধি নিয়ে ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার।

গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যান্য সদস্যরা হলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সরস্বতী পূজা পরিচালনা করলেন  মহিলা পুরোহিত
12