আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি
আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাস রেখে তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে “নতুন বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন।
বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, “গাজী সালাউদ্দিন ভাই ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় সৈনিক। আন্দোলনের সময় আহত হয়ে তিনি দীর্ঘদিন স্প্লিন্টার ও চক্ষু জটিলতায় ভুগছিলেন। গত ২৬ অক্টোবর তিনি মারা যান।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, মৃত্যুর কিছুদিন আগে সালাউদ্দিন বিএনপির কিছু কর্মীর হাতে হেনস্তার শিকার হন। তিনি বলেন, “দেশজুড়ে আরও অনেক জুলাই যোদ্ধা আছেন, যারা আহত হয়ে আজও কষ্টে দিন কাটাচ্ছেন। রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আহতদের অনেকেই আজও চিকিৎসার অভাবে ভুগছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের চিকিৎসার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি। ফলে আমাদের শহীদের সংখ্যা বাড়ছে। সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে—যাদের দেহে এখনো স্প্লিন্টার আছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এ সময় শহীদ গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য করুন

