logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জায়েদ খান বাংলাদেশের সব মেয়ের ফেভারিট: নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০০

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও প্রশংসা করলেন সহ-অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনের গালা নাইটে অংশ নিয়ে তিনি বলেন, জায়েদ ভাই এখন বাংলাদেশের সব মেয়ের ফেভারিট।

গালা নাইটে পারফর্ম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। অনেক ওয়ার্কআউট করছেন, এখন আরও ফিট হয়ে গেছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েরই এখন ফেভারিট তিনি।”

তিনি আরও যোগ করেন, “জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। তিনি এত প্রাণবন্ত একজন মানুষ যে, যার মন খারাপ থাকুক না কেন, তার সঙ্গে একটু কথা বললেই মন ভালো হয়ে যায়।”

ফারিয়া জানান, মন্ট্রিয়ালে এক অনুষ্ঠানের শুটিংয়ের সময় জায়েদ খান হঠাৎ প্রস্তাব দেন— “চল হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।” এ নিয়ে তিনি বলেন, “আমি সত্যিই খুশি হয়েছিলাম। শুটিংয়ের সময় আমরা অনেক মজা করেছি, যদিও ফান অংশগুলো পরে এডিট করে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ওই ছবিতে তার সহ-অভিনেতা ছিলেন রিয়াজ এবং শাবনূর। এরপর থেকে তিনি ঢালিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12