logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

চৌগাছায় ‘বন্দুকযুদ্ধের নাটক’: তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্তে আরও তিন মাস সময় দিল ট্রাইব্যুনাল

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:২৩
ছবিঃ সংগৃহীত

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধের নাটক’ সাজিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৫ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এই সময় বাড়ানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত শেষ করতে অতিরিক্ত সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি যশোরের চৌগাছা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম। এ ছাড়া মামলার অন্য দুই আসামি হলেন কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক।

আজ সকালে তিন আসামিকেই কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল তিন আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান।

এরও আগে, ৯ সেপ্টেম্বর এসআই আকিকুল ইসলামকে এবং ১০ সেপ্টেম্বর কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

২০১৬ সালে যশোরের চৌগাছা থানা এলাকায় মোটরসাইকেলে যাত্রাকালে ছাত্রশিবিরের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নেয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের সঙ্গে কথিত ‘চুক্তি’ হয়। কিন্তু আদালতে হাজিরের আগের রাতে তাদের চোখ বেঁধে অন্য স্থানে নিয়ে দুই হাঁটুতে গুলি করা হয়। ঘটনাটি ‘বন্দুকযুদ্ধ’ হিসেবে দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয়।

ওই ঘটনায় দুই ছাত্রশিবির নেতার পা কেটে ফেলতে হয় চিকিৎসাধীন অবস্থায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় চৌগাছার এই ঘটনায় মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
খুলনায় মাহফিলের দাওয়াত দিতে গিয়ে গুলিতে শিক্ষক নিহত
খুলনায় কুয়েট কর্মচারী ও মাদক কারবারির বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
সীমান্তে তালেবান ও পাকিস্তানি বাহিনীর তীব্র গোলাগুলি
12