logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি':শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৫:৪৮
ছবিঃ সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি—কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান, আবার কেউ মারমা বা চাকমা। এটি একটি রংধনু, যার সাতটি রঙ রয়েছে।”

বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে আয়োজিত অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, বিএনপির রাজনীতিতেও সেই রংধনুর প্রতিফলন রয়েছে। “সব ধর্মের মানুষের সম্মান রক্ষা আমাদের রাজনৈতিক আদর্শ, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে,” তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকে আবারও নির্বাচনে অংশ নেবে বিএনপি। “আগেও ধানের শীষকে বিজয়ী করেছি, এবারও জনগণের সমর্থন নিয়ে জিতব,” বলেন এ্যানি। তিনি অভিযোগ করে বলেন, “খালেদা জিয়াকে বারবার মিথ্যা মামলায় জেলে পাঠানো হচ্ছে, অথচ তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আজও তিনি অসুস্থ, তবুও তিনি আমাদের শক্তি ও প্রেরণা।”

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান মর্যাদায় বাস করেন। ধর্মের প্রতি শ্রদ্ধা আমাদের রাজনীতির অংশ। বিএনপি গণমানুষের দল, যেখানে কোনো ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ বা প্রতিহিংসা নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি
চাঁদপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি কর্মীদের তিন দিন ধরে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী দেয়নি বিএনপি, হতাশ রুমিন ফারহানার সমর্থকরা
জোটের ভাগাভাগি ও অভ্যন্তরীণ কোন্দলে ৬৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি
12