logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ঢাকায় পেঁয়াজের দামে অস্থিরতা, কার্যকর পদক্ষেপের আহ্বান ন্যাপের

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৬:১৮

ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকার ঘর পেরিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হঠাৎ মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের দুশ্চিন্তা বেড়েছে। কৃষক ও জেলা পর্যায়ের আড়ত থেকে যথেষ্ট সরবরাহ না আসায় প্রতিদিনের চাহিদা মেটাতে সমস্যা দেখা দিচ্ছে। ভারত থেকে আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারের ওপর চাপ বেড়েছে, অথচ কৃষকের ঘরে থাকা মজুত পেঁয়াজ বাজারের চাহিদা পূরণে অপ্রতুল। এই ঘাটতির ফলে পাইকারি বাজারে দাম বৃদ্ধি পেয়েছে, যা খুচরা বাজারেও প্রভাব ফেলছে।

ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, জনগণ স্থিতিশীল বাজার চায়। কিন্তু পণ্যের পর্যাপ্ত সরবরাহ না থাকলে দাম স্থিতিশীল রাখা সম্ভব নয়। তারা মনে করেন, সরবরাহ ঘাটতির সুযোগ নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু সিন্ডিকেট। আড়তদার, কমিশন এজেন্ট ও দাদন ব্যবসায়ীদের কারসাজিতেই পেঁয়াজের দাম বেড়েছে।

নেতারা সরকারকে সতর্ক করে বলেন, বাজার নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। তারা দ্রুত পদক্ষেপ নিয়ে পেঁয়াজের বাজার স্বাভাবিক করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আলু ও পেঁয়াজের দামে অস্বস্তি, কমেছে সবজির দাম
12