বাজারের ৬০ শতাংশ অবৈধ মোবাইল, বছরে রাজস্ব ক্ষতি ২ হাজার কোটি টাকা
দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশ অবৈধভাবে আমদানি হচ্ছে, যার ফলে সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। এমন তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই তথ্য জানায়।
এমআইওবির সভাপতি জাকারিয়া শহীদ বলেন, “বর্তমানে বাজারে থাকা মোবাইল ফোনের ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি করা। এতে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে।” তিনি অভিযোগ করেন, কিছু অসাধু মহল সরকারের ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “এনইআইআর চালু হলে মোবাইলের দাম এক টাকাও বাড়বে না। বরং সরকারের রাজস্ব আয় হাজার কোটি টাকায় পৌঁছাবে।”
সংবাদ সম্মেলনে এমআইওবির সহ-সভাপতি রেদওয়ানুল হক জানান, বর্তমানে দেশের ৯০ শতাংশ মোবাইল চাহিদা দেশীয় কারখানায় পূরণ করা সম্ভব। “আমাদের শতভাগ উৎপাদন সক্ষমতা আছে, কিন্তু বর্তমানে কেবল ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে। তাই এনইআইআর যেন কখনও বন্ধ না হয়,” বলেন তিনি।
স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অনার ব্র্যান্ডের স্থানীয় উৎপাদক জহিরুল ইসলাম বলেন, দেশে মোবাইল উৎপাদনের সুযোগ তৈরি হওয়ায় অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে তিনি জানান, “আইফোনের বাজার এখনো সম্পূর্ণভাবে অবৈধ আমদানিনির্ভর।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোবাইলফোন ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রাহুল কপুরিয়া, মোবাইল কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, স্যামসাং বাংলাদেশের অনুমোদিত পরিবেশক এক্সেল টেলিকমের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন এবং ভিভো বাংলাদেশের প্রতিনিধি ইমাম উদ্দীন।
এমআইওবি নেতারা জানান, এনইআইআর চালু হলে অবৈধ মোবাইল আমদানি বন্ধ হবে, দেশীয় শিল্প সুরক্ষিত হবে এবং সরকারের রাজস্ব আয় কয়েকগুণ বাড়বে।
মন্তব্য করুন





