পাইলটের ত্রুটিতেই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, তদন্তে নিশ্চিত হলো কারণ
পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ট্রেনিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়। এতে ৩৬ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পর ২৯ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সেই কমিটির প্রধান, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান (প্রিন্সিপাল স্টাফ অফিসার, আর্মড ফোর্সেস ডিভিশন) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।
প্রেস সচিব বলেন, “তদন্তে দেখা গেছে, পাইলটের উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে গিয়েছিল।”
তদন্ত কমিটি মোট ১৫০ জনের সঙ্গে কথা বলেছে—এর মধ্যে ছিলেন বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা। তারা ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশ দিয়েছে।
ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রতিবেদনের প্রধান সুপারিশ হলো জননিরাপত্তার স্বার্থে বিমানবাহিনীর সব প্রাথমিক প্রশিক্ষণ এখন থেকে ঢাকার বাইরে পরিচালনা করা হবে।
প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানো হয়েছে এবং সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন

