ব্যর্থ বিশ্বকাপ শেষে আত্মসমালোচনায় জ্যোতি, আশাবাদী ভবিষ্যৎ নিয়ে
বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। ব্যর্থ মিশন শেষে মঙ্গলবার দেশে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পারফরম্যান্সসহ দলের সামগ্রিক ব্যর্থতার কারণ তুলে ধরেন অধিনায়ক।
জ্যোতি স্বীকার করেন, নিজের অফ ফর্ম দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে বলব, আমি আমার মতো করে ব্যাটিং করতে পারিনি। আমার অফ ফর্মটা দলকে ভুগিয়েছে বেশি। টপ অর্ডারে আমি সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং পছন্দ করি, কিন্তু সেটা দিতে পারিনি।”
তবে দলের কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন অধিনায়ক। “সুপ্তা আপু নিয়মিত রান করেছে, সোবহানাও ভালো করেছে। স্বর্ণা ও ঝিলিকের ছোট ছোট ইনিংস দলকে এগিয়ে নিয়েছে। আমরা যদি সবাই মিলে ধারাবাহিকতা রাখতে পারি, তাহলে বড় ম্যাচগুলোতেও জেতা সম্ভব,” বলেন তিনি।
বোলার মারুফা আক্তারের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন জ্যোতি। “মারুফা নতুন বলে ভালো করেছিল, কিন্তু কয়েক ম্যাচে ছন্দ হারিয়ে ফেলেছিল। লাইন-লেন্থ ঠিক ছিল না, যার ফলে মিডল ওভারে ওকে দিয়ে বোলিং করানো কঠিন হয়ে যাচ্ছিল,” জানান তিনি।
অধিনায়ক আরও বলেন, “আমরা কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম—রান লিকও করতে পারিনি, আবার আক্রমণও চালানো যাচ্ছিল না। এরপরও আমরা সবাই চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো করতে পারব।”
বিশ্বকাপে ব্যর্থতা সত্ত্বেও নিগার সুলতানা জ্যোতি বিশ্বাস করেন, দল যদি ধারাবাহিকভাবে খেলতে পারে, তবে ভবিষ্যতে বড় মঞ্চে বাংলাদেশ নারী দল আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারবে।
মন্তব্য করুন





