logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সীমান্ত পরিস্থিতি প্রমাণ করে ভারত আমাদের বন্ধু নয়: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি স্পষ্ট করে যে, ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না।

শনিবার বিকেলে বরিশাল নগরের সদররোডের টাউন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

চরমোনাই পীর বলেন, “বাংলাদেশ বহু আন্দোলন-সংগ্রামের ফসল। এ দেশের মানুষ স্বাধীনতার আগে এবং পরে নিজেদের অধিকার আদায়ে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় রক্ত দিয়েছে। ১৯৪৭ সালে রক্তের বিনিময়ে পাকিস্তানি শাসন পেয়েছি, আর ১৯৭১-এ রক্ত দিয়ে অর্জন করেছি স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের কাঙ্ক্ষিত লক্ষ্য আজও পূরণ হয়নি। এমনকি স্বাধীন দেশের মানুষকেও বারবার নিজেদের অধিকার আদায়ে রক্ত দিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা ক্ষমতায় এসেছে, তারা বারবার লুটেরা, দখলদার এবং ফ্যাসিবাদী শক্তির রূপ নিয়েছে। জাতি এসব দেখতে দেখতে ক্লান্ত। জনগণ আর এসব চায় না।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বরিশাল মহানগর সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, মহানগরের সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী ও মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান।

চরমোনাই পীর তার বক্তব্যে ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জাগতিক/বি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক অস্থিরতা কাটাতে হাতপাখার বিকল্প নেই: চরমোনাই পীর ফয়জুল করীম
পাঁচ দফা দাবিতে ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিল জামায়াত ও চরমোনাই পীর
চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
কর বৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়বে: চরমোনাই পীর
12