logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১৮:২১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দলটির নেতৃত্ব দেবেন।

শনিবার রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। পরদিন রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্য (রুকন)দের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট কমিটি গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

এর আগে ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদেও দলটির আমির ছিলেন তিনি। ফলে টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকছেন এই চিকিৎসক-রাজনীতিক।

জামায়াতের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকায় দলের মধ্যে স্থিতিশীলতা আসবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গোপন সমঝোতার আশঙ্কায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত
পাকিস্তান আমলের তুলনায় দুর্নীতি ‘পুরো উল্টো পথে গেছে’: জামায়াত আমির
একাত্তরের অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের
মাঠের কর্মসূচি জোরদার করার পাশাপাশি সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা
12