logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

একাত্তরের অপরাধে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

নিজস্ব প্রতিবেদক

  ০১ নভেম্বর ২০২৫, ১৭:১৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আলাল বলেন, “জামায়াত একসময় তৎকালীন সরকারের কাছ থেকে নানা সুবিধা পেয়েছিল। তাদের অনেক শীর্ষ নেতা জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে দেখা যাচ্ছে, শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়ে এসেছে। এখন তারা বলছে—তারা প্রকাশ্যেই ছিল।”

তিনি অভিযোগ করেন, “জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো—যার যখন দরকার, কেটে নিয়ে যায়।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলাল বলেন, “দেশ এখন বহুরূপীদের খপ্পরে পড়েছে। বিএনপির এখন করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।”

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান নিয়ে তিনি বলেন, “জনগণ আর কোনো প্রতারণা দেখতে চায় না। একাত্তরের হত্যাযজ্ঞে যারা জড়িত, সেই জামায়াতকে নিষিদ্ধ করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গোপন সমঝোতার আশঙ্কায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত
পাকিস্তান আমলের তুলনায় দুর্নীতি ‘পুরো উল্টো পথে গেছে’: জামায়াত আমির
বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজভী
জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই : মেজর হাফিজ
12