logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন, গণভোটে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: শফিকুল আলম

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ১৬:০২

গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “কোনো শক্তিই এই নির্বাচন পেছাতে পারবে না।”

আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, তবে সরকার এগুলোকে হুমকি হিসেবে দেখছে না। “যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন,” বলেন তিনি। এ সময় তিনি জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন আদালত নির্ধারণ করবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে লড়েছে। এখন নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, সব জায়গায় তাদের অংশগ্রহণ বাড়ছে।”

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি: মির্জা ফখরুল
গণভোটের প্রস্তুতি নিতে সচিবদের নির্দেশ দিল ইসি
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তা করছে সরকার
দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
12