পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ, গ্রেপ্তারে অভিযান
 
		
		
		
		
		বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে ডিআইজি এহসানুল্লাহর পলায়নের খবর পাওয়া গেছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রাজশাহীসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এহসানুল্লাহর বিরুদ্ধে। তিনি বরিশালের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন।
বুধবার সকালে তাকে আটক করতে একাডেমিতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। তবে অভিযানের সময়ই তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “গত বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত। ঢাকাসহ একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে জেনেছি। বর্তমানে তার অবস্থান জানার চেষ্টা চলছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের খবর আগেই পেয়ে মোটরসাইকেলযোগে একাডেমি থেকে বেরিয়ে যান এহসানুল্লাহ। ধারণা করা হচ্ছে, তিনি আগেই পরিকল্পিতভাবে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন।
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ডিআইজি এহসানুল্লাহকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং তার সম্ভাব্য অবস্থান শনাক্তে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
 
 
 
মন্তব্য করুন



