আগামীর রাজনীতিতে শক্তিশালী ভূমিকা নিতে চায় এনসিপি: সারজিস আলম
 
		
		
		
		
		জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, আগামীর রাজনীতিতে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। দেশের স্থিতিশীল রাজনীতি ও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “বিগত সময়ে বিএনপি কখনও এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। আবার জামায়াতও সংসদে বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেনি। আগামীর বাংলাদেশে একটি স্থিতিশীল সংসদ ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপির শক্তিশালী উপস্থিতি প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আমরা একসঙ্গে লড়েছি। আগামীর সংসদে টেকসই সরকার গঠনে এই রাজনৈতিক শক্তিগুলোর অংশগ্রহণ জরুরি। এককভাবে সরকার পরিচালনা করলে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই আমরা মনে করি।”
এনসিপির সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে সারজিস আলম জানান, প্রতিটি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় সভা করা হয়েছে। পদপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এসব কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, “আমরা চাই, এনসিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হোক। আগামী নির্বাচনে বাংলাদেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করতে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এনসিপি প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ দলীয় অন্যান্য নেতারা।
মন্তব্য করুন







