সিলেটে আওয়ামী লীগ নেতা খুন, গাজীপুর-নারায়ণগঞ্জে আরও তিনজনের লাশ উদ্ধার

সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে নিজ বাসার ছাদে পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ, গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর নারায়ণগঞ্জে অটোরিকশা চালকসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিলেটে ছাদে রক্তাক্ত মরদেহ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই গ্রামে শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার জানায়, ফজরের নামাজের পর রাজ্জাক হাঁটতে ছাদে যান। সকাল ৯টার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ছাদে গিয়ে রক্তাক্ত লাশ দেখতে পান। তবে পুলিশ বলছে, এটি আত্মহত্যা নয়—হত্যাকাণ্ডেরই ইঙ্গিত পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, “আত্মহত্যা হলে নাড়িভুঁড়ি বের হবে কেন? তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সম্পত্তি ও পারিবারিক বিরোধের দিকটি মাথায় রেখে তদন্ত চলছে।
কোম্পানীগঞ্জে কৃষকের লাশ
একই দিনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিল হাওর থেকে উদ্ধার হয় কৃষক হানিফ মিয়া (৩৮)-এর মরদেহ। বৃহস্পতিবার সকালে গরু চরাতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। স্থানীয়রা শুক্রবার সকালে তার লাশ জালে ফেলে উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের শিমুলতলী চত্বর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় মফিজুল ইসলাম (২৬) নামে এক যুবককে। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং গাজীপুরে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, “পুরোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।”
নারায়ণগঞ্জে দুই যুবকের মরদেহ
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিজয়নগর এলাকা থেকে উদ্ধার হয় অটোরিকশাচালক রিজওয়ান মিয়া (১৯)-এর মরদেহ। পুলিশ বলছে, অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে উদ্ধার হয় আব্দুস ছাত্তার (৪০) নামের এক ব্যক্তির লাশ। ধারণা করা হচ্ছে, সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে মেহেরপুরের গাংনী পৌর শহরের ফতাইপুর গ্রামে নিজের কর্মস্থল থেকে উদ্ধার করা হয় কাঠমিস্ত্রি বিপ্লব হোসেন (৫০)-এর মরদেহ। পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
বিভিন্ন এলাকায় এসব মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সব ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানাগুলো।
মন্তব্য করুন