logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ২২:১৬

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৫ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ হারলো লিটন দাসের নেতৃত্বাধীন দল।

গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই প্রতিশোধই নিল ক্যারিবীয়রা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৫১ রানে অলআউট হয়। দলের হয়ে একাই লড়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৬২ বলে ৮৯ রানের ইনিংসে তিনি মারেন ৯টি চার ও ৪টি ছক্কা।
তার পাশাপাশি একমাত্র সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়েন, ২২ বলে ২৩ রান করে। দুজনের জুটিতে তৃতীয় উইকেটে আসে ৬৩ রান।

কিন্তু সাইফের বিদায়ের পর ধসে পড়ে বাংলাদেশ। চার ওভারের ব্যবধানে পড়ে যায় চার উইকেট—রিশাদ ৩, নুরুল হাসান সোহান ১, নাসুম ১ ও জাকের আলি ৫ রানে ফেরেন। শেষ ওভারে শেফার্ডের বলেই আউট হন তানজিদ, একই ওভারে শরিফুলকে ফেরান তিনি, পূর্ণ করেন হ্যাটট্রিক—টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেফার্ড ৩টি, হোল্ডার ও পিয়েরে ২টি করে উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে কিছুটা বিপাকে পড়লেও পরের ব্যাটাররা দ্রুত ম্যাচ ঘুরিয়ে দেন। ওপেনার অ্যালিক আথানাজে ১ রান করে ফিরলেও, আমির জাঙ্গু ২৩ বলে ৩৪ রান করে ম্যাচের ভিত তৈরি করেন।

এরপর রোস্টন চেজ ও আকিল আগস্তে তাণ্ডব চালান। চেজ ২৯ বলে ৫০ আর আগস্তে ২৫ বলে ৫০ রান করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। রিশাদ হোসেন এক ওভারে দুজনকেই আউট করলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত ছিল ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ৫ উইকেটে জয় পায় তারা।

বাংলাদেশের হয়ে রিশাদ নেন ৩ উইকেট, নাসুম ও মেহেদী ১টি করে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫১/১০ (২০ ওভার) — তানজিদ ৮৯, সাইফ ২৩; শেফার্ড ৩/৩৬
ওয়েস্ট ইন্ডিজ: ১৫২/৫ (১৬.৫ ওভার) — চেজ ৫০, আগস্তে ৫০; রিশাদ ৩/৪৩
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।

তানজিদের ব্যাটে লড়াইয়ের আভাস থাকলেও দলগত ব্যর্থতায় আবারও হারলো বাংলাদেশ। ব্যাটিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি বোলারদের অদক্ষতায় হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না টাইগাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12