logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

মিরপুরে ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৩২ লাখ টাকার ডাকাতি, ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

  ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪১

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত ১০৫ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় ৩২ লাখ টাকার ডাকাতির ঘটনায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৪ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে গত ৩০ অক্টোবর ঢাকার সদরঘাট এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজন—হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) এবং কুলসুম বিবি (৫০)—কে আটক করা হয়।

গত ১৯ অক্টোবর সকালে মিরপুরের দারুস সালাম থানার গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট সংলগ্ন বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্ত্রী জানান, সকাল ১০টার দিকে তার স্বামী দোকানে যাওয়ার পরপরই চারজন মুখোশধারী বাসায় ঢুকে অস্ত্রের মুখে মারধর করে, হাত-পা বেঁধে আলমারির লকার ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

ডাকাতরা বাসা থেকে মোট ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা) এবং একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন (মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা) নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই র‍্যাব-৪ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে। পরে সদরঘাট থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ভোলায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১ ভরি ১০ আনা স্বর্ণালঙ্কার, ৮ ভরি ২ আনা সিটি গোল্ড অলঙ্কার, নগদ ৮০ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12