ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “নির্বাচন রমজানের আগেই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—এই পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।”
শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, “গণভোট নির্বাচনের আগে হবে না পরে—এ বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই তথ্যও আমরা এখনো পাইনি। সিদ্ধান্ত হলে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।”
পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) প্রসঙ্গে প্রশ্ন করা হলে আনোয়ারুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছি।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি হিসেবে সারাদেশে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছে। “এরই অংশ হিসেবে আমরা পটুয়াখালীতে এসেছি। আগামীকাল এখানকার কর্মশালা অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “অতীতে যারা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা ছিলেন, তাদের মধ্যে কিছু শঙ্কা ও দ্বিধা কাজ করছে। তবে আমরা আশাবাদী—এসব কাটিয়ে উঠে গণমাধ্যমের সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে পারব।”
পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কমিশনার মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।
মন্তব্য করুন