logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, ১৮ দফা প্রস্তাব উপস্থাপন

অনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৫, ১৫:২০
ছবিঃ সংগৃহীত

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল ১৮ দফা দাবি উপস্থাপন করে।


বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ছিল খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ। বৈঠকে দাবিগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ হয়। ইসি পক্ষ থেকে নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করা হয়।


মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। জুলাই মাসে গঠিত জাতীয় সনদে রাষ্ট্র কাঠামো ও সংস্কারের বিষয়ে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছে দলটি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সম্ভাব্য টেকনিক্যাল জটিলতা নিয়েও আলোচনা হয়।


তিনি আরও বলেন, ইসি গণভোট আয়োজনে কোনো অক্ষমতা বা চ্যালেঞ্জের কথা জানায়নি। পাশাপাশি, আরপিও সংশোধনের মাধ্যমে জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিধান বহাল রাখার পক্ষে অবস্থান জানায় জামায়াত।


বিএনপির পক্ষ থেকে আরপিও সংশোধনের বিরোধিতা করাকে “দুর্ভাগ্যজনক” ও “অশনি সংকেত” হিসেবে উল্লেখ করে জামায়াত দাবি করে, সুষ্ঠু নির্বাচনের জন্য এ সংশোধন বহাল রাখা জরুরি।


দলটির দাবির মধ্যে রয়েছে—সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং প্রবাসীদের সহজ ভোট প্রক্রিয়া চালু করা। এছাড়া, ইলেকশন অবজারভার সংস্থাগুলোর রাজনৈতিক সংযোগ যাচাই করে অনুমোদনের বিষয়েও প্রস্তাব দিয়েছে দলটি।


বিএনপির কিছু আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগে আপত্তির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচারবিরোধী ও অরাজনৈতিক চিন্তার প্রকাশ। তিনি দাবি করেন, উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর কোনো একটির সঙ্গেও জামায়াতে ইসলামী সরাসরি যুক্ত নয়।


মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা ইসির আন্তরিক প্রচেষ্টায় সন্তুষ্ট। আমাদের বিশ্বাস, সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জামায়াতের দুই সদস্যের কমিটি গঠন
৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াতে ইসলামী আমিরের
আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে কর্মসূচি ঘোষণা নাগরিক জোটের
12