logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

‘জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন হবে উৎসবমুখর’ — স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ২০:৩৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও শান্তিপূর্ণ। এর জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।”

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা নিয়েই আমরা আলোচনা করেছি।” তিনি জানান, গাজীপুরে পুলিশ সংকট মোকাবিলায় অতিরিক্ত ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নির্বাচনের সময় সেই সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, “গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে বহু মানুষ রোজগারের জন্য আসে। তাদের মধ্যে অনেকে স্থানীয় নন, তাই সামাজিক সম্প্রীতি রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে মাঝে মাঝে গুজব ছড়ানো হয়। তবে সাংবাদিকদের সত্য প্রকাশের কারণেই এসব গুজব অনেকটাই কমে গেছে। দেশের সাংবাদিকরাই গুজব ঠেকানোর সবচেয়ে বড় মাধ্যম।”

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা যদি সত্য সংবাদ তুলে ধরেন, তাহলে জনগণ বুঝবে—পার্শ্ববর্তী দেশ যে গুজব রটাচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

আওয়ামী লীগের জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জামিন আদালতের এখতিয়ার। তবে কেউ জামিনে বের হয়ে অপরাধ করলে, সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।”

তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টায় আগামী জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক—যেখানে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামী নির্বাচনকে স্বচ্ছ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে- স্বরাষ্ট্র উপদেষ্টা 
পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
12