logo
  • রোববার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে কর্মসূচি ঘোষণা নাগরিক জোটের

অনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১৭:৪৮

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নানা মুখী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক জোট। সংস্থাটির দাবি, নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তায় থাকা ও পরাজয়ের আশঙ্কায় ভুগছেন এমন ব্যক্তিরাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক জোটের নেতারা বলেন, “যারা নির্বাচনের ভয়ে আছেন, তারাই এখন নির্বাচনের বিরোধিতা করছেন।” এতে দেশের জনগণের মধ্যে অস্থিরতা ও উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন তারা।

সংগঠনটি মনে করে, এ ধরনের অস্থিরতা ও সহিংসতা রাজনৈতিক সংকট এবং সাংবিধানিক জটিলতা সৃষ্টি করতে পারে। এতে বিনিয়োগকারীদের আস্থা কমে গিয়ে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নাগরিক জোটের বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দল ও নেতাদের দায়িত্বশীল আচরণ এখন অত্যন্ত প্রয়োজন। তারা আহ্বান জানান, এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যা নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ।

সংগঠনটি ঘোষণা দিয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে “জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে” বিশেষ আয়োজন করবে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে নির্বাচন করতে চান নাহিদ ইসলাম
দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ, ইসির তৃতীয় খসড়া ভোটার তালিকা প্রকাশ
‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাবে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা
গোপন সমঝোতার আশঙ্কায় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত
12