logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ে সবাইকে কাজ করতে হবে: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলীয় মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও বিএনপি সবসময় দেশকে নতুন কিছু দিয়েছে। আগামী দিনেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রার্থীদের জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘শহীদ জিয়া শ্রমিক জাগরণ, উৎপাদন ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

নজরুল ইসলাম খান বলেন, “৩১ দফা কর্মসূচিতে সব শ্রেণি–পেশার মানুষের কথা বলা হয়েছে, বিশেষ করে শ্রমিকদের। আমরা যদি এই পরিবর্তনের পক্ষে শ্রমিকদের সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের জাতীয় লক্ষ্য পূরণ সহজ হবে।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য যুগান্তকারী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ধারায় এগিয়ে যেতে হলে সারা দেশে বিএনপির প্রার্থীদের জয়ে সবাইকে কাজ করতে হবে।”

নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, “আজ দেশে অসম উন্নয়ন চলছে। কেউ কোটি টাকার মালিক হচ্ছে, কেউ আবার দিনে দিনে দরিদ্র হচ্ছে। শহীদ জিয়ার বাংলাদেশ এমন বৈষম্যের জন্য ছিল না। তিনি চেয়েছিলেন সবার জন্য সমান সুযোগ ও উন্নয়ন।”

আলোচনায় বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, “শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একজন শ্রমিক যদি ভালোভাবে ঘুমাতে না পারে, পুষ্টিকর খাবার ও চিকিৎসা না পায়, তাহলে উৎপাদনশীলতা আশা করা অন্যায়।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের নিশ্চয়তায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বরের চেতনা ছিল ঐক্যের চেতনা। আজও সেই ঐক্য দরকার—সব শ্রেণি-পেশার মানুষকে এক হতে হবে। আমরা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্য গড়ে উঠবে।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং স্বাগত বক্তব্য দেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও ফিরোজ উজ জামান মোল্লা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিএনপি–জামায়াতের বাইরে তৃতীয় জোট গঠনে উদ্যোগ, আলোচনায় ৯টি দল
চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
মহাসড়কের একাংশ বন্ধ করে বিএনপি প্রার্থীর পথসভা, যানজটে ভোগান্তি
বিএনপির মনোনয়ন পেয়ে ফজলুর রহমানের অঙ্গীকার: “এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই”
12