বিএনপি–জামায়াতের বাইরে তৃতীয় জোট গঠনে উদ্যোগ, আলোচনায় ৯টি দল
বিএনপি ও জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও আরও কয়েকটি দল। সর্বমোট নয়টি রাজনৈতিক দল এই উদ্যোগে যুক্ত হচ্ছে বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় অংশ নেয় ছয়টি দল—গণঅধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চ।
সভায় কেবল আসন্ন জাতীয় নির্বাচন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসূফ সেলিমসহ অন্যান্য নেতা।
সভা শেষে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, “আমরা অনেক দিন ধরেই বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। আজ আবার সেটিই আলোচনার টেবিলে এনেছি। যেহেতু আমরা কেউই আনুষ্ঠানিকভাবে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে নেই, তাই জনগণের বিকল্প শক্তি হিসেবে নতুন জোট গঠনের সম্ভাবনা দেখছি।”
তিনি আরও বলেন, “জনগণও চায় একটি নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি–জামায়াতের বাইরে নয়টি দল ছাড়াও অন্য দলগুলোকেও আমরা এই আলোচনায় যুক্ত করব।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, “সরকার জুলাই সনদ ও গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছে। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। আমরা সেই আলোচনার অংশ হিসেবে বসেছি এবং কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
সভায় নেতারা একমত হন, আগামী দিনে জাতীয় রাজনীতিতে একটি বিকল্প গণতান্ত্রিক তৃতীয় শক্তি গড়ে তুলতে হলে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বিত রূপরেখা চূড়ান্ত করা জরুরি।
মন্তব্য করুন





