কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দীতে মহাসম্মেলন ১৫ নভেম্বর
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কাদিয়ানীদের রাষ্ট্রীয় নীতিমালায় অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছেন। তারা এ দাবি আদায়ে ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের আয়োজন করার ঘোষণা দিয়েছে।
সংগঠনের লিখিত বক্তব্যে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে—
১) কাদিয়ানীদের রাষ্ট্রীয় নীতিমালায় অমুসলিম হিসেবে ঘোষণা করা হোক।
২) তারা ইসলামি পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করা হোক।
৩) সংবিধানে আকীদায়ে খতমে নবুওয়াতের সুরক্ষা নিশ্চিত করা হোক।
৪) ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তি রোধে জাতীয় উদ্যোগ গ্রহণ করা হোক।
সংবাদ সম্মেলনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ, এবং আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক লিখিত বক্তব্য দেন। তারা বলেন, কাদিয়ানী মতবাদ খতমে নবুওয়াতের মৌলিক বিশ্বাসের পরিপন্থী এবং হযরত মুহাম্মদ (সা.)-এর শেষ নবী হওয়ার বিশ্বাস কোনো দলীয় বিষয় নয়—এটি ইসলামের মূল ভিত্তি।
বক্তারা দাবি করেন, কাদিয়ানী সম্প্রদায়ের ধর্মীয় পরিচয় স্পষ্ট করার প্রয়োজন আছে যাতে তারা মুসলিম ছদ্মবেশে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তারা বলেন, সরকারের প্রতি তাদের আহ্বান দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সম্মান জানানো।
আয়োজনকারীরা প্রতিবেশীদের এবং ধর্মীয় ব্যবস্হাপনা, গণমাধ্যম ও নাগরিকদেরও এই মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মেলনকে তারা “আন্তর্জাতিক” আখ্যা দিয়ে বৃহৎ সংখ্যক অংশগ্রহণের ডাক দিয়েছেন।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবি জানাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন এবং আশা প্রকাশ করা হয়েছে যে সামাজিক ও আন্তর্জাতিক চাপের মুখে এই বিষয়ে রাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মন্তব্য করুন

