logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব দিল আয়ারল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

  ০৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৫

বাংলাদেশে পুলিশ সংস্কারে অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। জুলাই ২০২৪ সালের অভ্যুত্থানের পর জবাবদিহিমূলক ও অধিকার-ভিত্তিক শাসনব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আয়ারল্যান্ড এই সহায়তার প্রস্তাব দিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) স্টেট গেস্ট হাউজ যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারনেস নুয়ালা ও'লোন। তারা বাংলাদেশের পুলিশ সংস্কারে সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন।

ব্যারনেস ও'লোন, যিনি ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির পর সাত বছর ধরে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করেন, বলেন, “আয়ারল্যান্ডের সংঘাত-পরবর্তী অভিজ্ঞতা থেকে ধৈর্য, অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার বিষয়ে অনেক শিক্ষা নেওয়া যায়।” তিনি যোগ করেন, “টেকসই পরিবর্তনের জন্য বাস্তবসম্মত সময়সীমার ভিত্তিতে কাজ করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি।”

সাক্ষাৎকালে ব্যারনেস ও'লোনের সঙ্গে ছিলেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের শান্তি ও স্থিতিশীলতা ইউনিটের পরিচালক ফিয়নুয়ালা গিলসেনান। বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়ারল্যান্ডের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, “আমরা চাই আমাদের চলমান রূপান্তর প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক থাকে। এই লক্ষ্য অর্জনে আয়ারল্যান্ডের সহায়তা অত্যন্ত মূল্যবান।”

বৈঠকে প্রধান উপদেষ্টা আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার মোকাবিলায়ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত কেভিন কেলি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “উভয় দেশই শান্তি, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধে অটল।”

বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আলোচনায় ‘রেফারি’ হিসেবে প্রধান উপদেষ্টাকে চায় জামায়াত
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
‘হযবরল’ যোগাযোগ ব্যবস্থাকে শৃঙ্খলায় আনার তাগিদ প্রধান উপদেষ্টার
12