logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মহাসড়কের একাংশ বন্ধ করে বিএনপি প্রার্থীর পথসভা, যানজটে ভোগান্তি

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৫, ১৯:২৬


চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের একাংশ বন্ধ করে নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন। বুধবার (৫ নভেম্বর) বেলা আড়াইটায় উপজেলা সদরের পথচারী সেতুর দক্ষিণ পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই পথসভা শুরু হয়ে বিকেল সাড়ে চারটায় শেষ হয়।

পথসভায় অতিরিক্ত জনসমাগমের কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যানবাহনগুলোকে ঢাকামুখী লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করে পুলিশ। এতে দুই দিকের গাড়ি একই লেনে চলায় প্রায় এক কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

ঢাকামুখী লেনে আটকে থাকা ট্রাকচালক মো. শহিদুল্লাহ বলেন, “রাজনৈতিক সভার কারণে আমি প্রায় ৩০ মিনিট ধরে একই জায়গায় আটকে ছিলাম। মহাসড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি করা জনগণের জন্য কষ্টকর।”

প্রার্থী নুরুল আমিন স্বীকার করে বলেন, “আজ আমরা মিরসরাইয়ে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। অতিরিক্ত লোক সমাগমের কারণে অল্প সময়ের জন্য সড়কে চলাচলে বিঘ্ন ঘটেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “পথসভার জন্য আগে থেকেই অনুমতি নেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল, ফুটপাতে সভা করবে। তবে ভিড় বেশি হওয়ায় মহাসড়কের একাংশ বন্ধ হয়ে যায়। আমরা ঢাকামুখী লেন খুলে দিয়ে যান চলাচল সচল রাখার ব্যবস্থা করি। পাঁচ থেকে সাত মিনিটের জন্য যানজট সৃষ্টি হলেও বড় কোনো সংকট হয়নি।”

ওসি আরও বলেন, “আগামী দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে আমরা পরামর্শ দেব যেন মহাসড়কে নয়, নির্দিষ্ট মাঠে সভা-সমাবেশ আয়োজন করা হয়।”

সভায় নুরুল আমিন বলেন, “আজ থেকে আমরা ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ লড়াই শুরু করছি। প্রার্থী ঘোষণার আগে কিছুটা বিভক্তি থাকলেও এখন সবাই একসঙ্গে কাজ করবে। প্রত্যেকে নিজের পরিবার, প্রতিবেশী ও এলাকার মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন।”

পথসভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘ যানজটে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হলেও সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি মিরসরাইয়ে নির্বাচনী প্রচারণার উত্তাপ বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, উদ্বেগ জানালেন মির্জা ফখরুল
বিএনপি–জামায়াতের বাইরে তৃতীয় জোট গঠনে উদ্যোগ, আলোচনায় ৯টি দল
চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ
বিএনপির মনোনয়ন পেয়ে ফজলুর রহমানের অঙ্গীকার: “এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই”
12