জাতি নাহিদের কাছ থেকে এমন বালখিল্য বক্তব্য আশা করে না: জামায়াতে ইসলামী

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্যকে ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার রাতে এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব (জুবায়ের) এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, নাহিদ ইসলাম তাঁর ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল হিসেবে যে মন্তব্য করেছেন, তা ‘মিথ্যা ও দুঃখজনক’।
এহসানুল মাহবুব বলেন, “তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, তা আমাদের কাছে বোধগম্য নয়। জাতি তাঁর কাছ থেকে এমন বালখিল্য বক্তব্য আশা করে না।”
জামায়াত নেতা আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে দলটি ঐকমত্য কমিশনের আলোচনায় ও রাজপথে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাই নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে এহসানুল মাহবুব নাহিদ ইসলামকে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে লেখেন, জামায়াতে ইসলামী যে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) আন্দোলন’ চালাচ্ছে, তা একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। তাঁর দাবি, এই আন্দোলনের মাধ্যমে ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া ও জাতীয় সংলাপকে গণ–অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধানের সুরক্ষা হিসেবে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা একটি মৌলিক সংস্কারের দাবি ছিল। কিন্তু জামায়াত ও তার সহযোগীরা বিষয়টি বিকৃত করে নিজেদের দলীয় স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন।
মন্তব্য করুন