logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আজ শুরু জাতীয় সাঁতার ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতা, বিতর্ক পুরস্কার নিয়ে

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ১৩:১৯
ছবি: সংগৃহীত

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এবারের আসরে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নারীদের জন্য তিনটি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নতুন ইভেন্ট সংযোজনের চেয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পদকজয়ীদের আর্থিক পুরস্কার।

স্বর্ণজয়ী সাঁতারু পাবেন দুই হাজার টাকা, রৌপ্যজয়ী এক হাজার টাকা এবং ব্রোঞ্জজয়ী ৫০০ টাকা। পাশাপাশি প্রতিটি জাতীয় রেকর্ডের জন্য নির্ধারিত হয়েছে পাঁচ হাজার টাকা পুরস্কার।

পুরস্কারের অঙ্ক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, ব্রোঞ্জজয়ীদের ৫০০ টাকা দেওয়া কিছুটা বিব্রতকর। তবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এই মতের সঙ্গে একমত নন। তাঁর ভাষায়, ‘আমি একে বিব্রতকর মনে করি না। আগে কখনোই নগদ পুরস্কার দেওয়ার প্রথা ছিল না। এবার প্রথমবার শুরু করেছি। একজন সাঁতারু যদি পাঁচটি ব্রোঞ্জ জেতে, সে পাবে আড়াই হাজার টাকা—এটিই তাকে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে। বাজেট সীমিত, কিন্তু এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা উচিত।’

এবারের প্রতিযোগিতার মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ৪২ লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপ দিচ্ছে ২৫ লাখ টাকা, বাকি অর্থ বহন করবে ফেডারেশন। এবারও প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে হ্যান্ড টাইমিংয়ে।

এই আসরে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও আনসারসহ মোট ৬৭টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন নারী সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ মোট ৮১৬ জন।

ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসের নিয়ম অনুসারে এবার প্রথমবার জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪×১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪×১০০ মিটার মিক্সড মিডলি রিলে ইভেন্ট।

নতুন সংযোজনসহ এবারের জাতীয় সাঁতারে অনুষ্ঠিত হবে মোট ৪২টি সাঁতার ইভেন্ট (পুরুষ ২০টি, নারী ২০টি ও মিক্সড রিলে ২টি), ডাইভিংয়ে ৬টি ইভেন্ট (পুরুষ ৩টি ও নারী ৩টি) এবং ওয়াটার পোলোসহ সব মিলিয়ে মোট ৪৯টি ইভেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12